সৃষ্টির প্রতি স্রষ্টার অপার নেয়ামতের শোকর আদায় এবং স্রষ্টার সকল বিধি-বিধান পালনের মাধ্যমে বান্দা স্রষ্টার নৈকট্য অর্জন করতে পারে। আবার এসবের বিরুদ্ধাচরণ বা অবমাননার ফলে ভূপৃষ্ঠে নেমে আসে ভয়াবহ দুর্যোগ ও দুর্গতি। ইতিহাস থেকে এর শিক্ষা নিয়ে মুসলমানদেরকে রূহানী শক্তিতে বলীয়ান হয়ে নিজেদের ঈমান ও আক্বিদাকে আরও মজবুত করতে হবে। আর এ রূহানিয়াত অর্জনের অনন্য ক্ষেত্র হচ্ছে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ। এ দরবারের প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম (রা.) এমন এক যুগশ্রেষ্ঠ সংস্কারক ও সফল আধ্যাত্মিক ব্যক্তিত্ব, যার বর্ণাঢ্য কর্মময় জীবন ও দর্শন অগণিত পথহারা মানুষকে আলোর পথ দেখিয়েছে। গতকাল শুক্রবার হাটহাজারী উপজেলাধীন উত্তর মাদার্শাস্থ রহমতঘোনা সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে রহমতঘোনা জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র মিরাজুন্নবী (দ.) ও কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম (রা.) এর সালানা ওরছ উপলক্ষে আয়োজিত ঈছালে সাওয়াব মাহফিলে বক্তারা এ কথা বলেন। সমাজসেবক নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ নুর খান।
বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ সেকান্দর আলী, মাওলানা মোহাম্মদ এরশাদুল হক, মাওলানা আব্দুস সবুর, মাওলানা আবু তালেব। উপস্থিত ছিলেন, সাঈদ সিরাজুল ইসলাম, শাহেদুল আলম, মাস্টার মফিজুর রহমান, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ ফিরোজ উল কবীর চৌধুরী প্রমুখ। পরে মিলাদ ও কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত করা হয়। প্রেস জ্ঞিপ্তি।