গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষার প্রতিনিধি সমাবেশ

| বৃহস্পতিবার , ১৭ জুন, ২০২১ at ১০:২৯ পূর্বাহ্ণ

মাইজভাণ্ডারী ফাউন্ডেশন ৮ম বারের মত গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে এবারও অনলাইন প্লাটফর্মে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এছাড়া গত ১৫ জুন ফটিকছড়ির হেয়াকো বনানী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা বখতেয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন – আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া), কেন্দ্রীয় কার্যকরী সংসদের সচিব মাস্টার শেখ মুহাম্মদ আলমগীর। সমাবেশে ফটিকছড়ির প্রায় অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া), কেন্দ্রীয় কার্যকরী সংসদ ও মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজন্মগত হৃদরোগীদের ফ্রি চিকিৎসাসেবা প্রদান
পরবর্তী নিবন্ধপটিয়া পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে ডাস্টবিন বিতরণ