গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

| শনিবার , ৫ নভেম্বর, ২০২২ at ৬:৪৫ পূর্বাহ্ণ

মাইজভাণ্ডারী ফাউন্ডেশন ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই) এর উদ্যোগে প্রায় ১০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ৯ম বারের মতো অনুষ্ঠিত হয়েছে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা-২০২২।
গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন মওলানা শাহছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)’র পৃষ্ঠপোষকতায় ও মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডিআইআরআই’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারীর (ম.) সার্বিক তত্ত্বাবধানে গতকাল শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত মোট ১ ঘণ্টা ২০ মিনিট অনলাইনে অনুষ্ঠিত হয় এই গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা। পরীক্ষা চলাকালে মাইজভান্ডার দরবার শরীফে নিয়ন্ত্রণ কক্ষ পরিদর্শন করেন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.)।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুল্লাহ মাহমুদসহ মেধা বৃত্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণি, মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণি, ইবতেদায়ী মাদরাসার ৪র্থ ও ৫ম শ্রেণি এবং দাখিল মাদরাসার ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির নিবন্ধিত মোট ৯,৬২৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে মোট ১০ শতাংশ শিক্ষার্থীকে মেধার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হবে। শিক্ষার্থীদের নৈতিক উন্নয়ন ও মেধা বিকাশের লক্ষ্যে ২০১৪ সাল থেকে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি দিয়ে আসছে মাইজভাণ্ডারী ফাউন্ডেশন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধঐক্য পরিষদ ইপিজেড শাখার সম্মেলন