গাইলেন হিমি

| শুক্রবার , ২১ এপ্রিল, ২০২৩ at ১১:৫০ পূর্বাহ্ণ

নাটকের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তবে এবার তিনি নাম লেখালেন গানেও। জানা গেল, হিমি যেমন অভিনয়ে পারদর্শী তেমনি গানেও আছে ভালো দখল। ছোটবেলা থেকেই গান শিখেছেন অভিনেত্রী। তারই প্রতিধ্বনি মিলছে এই ঈদের চাঁদরাতে। ধ্রুব টিভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে মাহিন আওলাদের পরিচালনায় নাটক ‘পরাণ পাখি’। সেখানেই থাকছে তার কণ্ঠের গান।

পূর্ববর্তী নিবন্ধতাহসানের সঙ্গে প্রেমের গুঞ্জন ফারিণের আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি
পরবর্তী নিবন্ধঈদে তিন চ্যানেলের লাইভে লিজা