গাঁয়ের কৃষক

শেলীনা আকতার খানম | বুধবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:২৭ পূর্বাহ্ণ

ফুল ফোটানো তুলতুলে ভোর

ঘুমের দুয়ার খোলে,

গাঁয়ের কৃষক গামছা মাথায়

লাঙল কাঁধে তোলে।

 

সারা দিনের ঘামের শরীর

চোখে শ্রমের চাপ,

সুখ দুখে রঙ তুলির আঁকা

জীবন পূণ্যপাপ।

 

নিজের অন্ন যোগাতে দিন

কাটায় ফসল মাঠে,

দেশের জন্য দশের জন্য

রোজ খাটুনি খাটে।

 

ফলান তারা সোনার ফসল

মৌ মৌ করা ঘ্রাণ,

প্রাণের প্রিয় গাঁয়ের কৃষক

এই না জাতির প্রাণ।

পূর্ববর্তী নিবন্ধআকাশ
পরবর্তী নিবন্ধমেঘের বাড়ি