ফুল ধরেছে ফুল ফুটেছে
গাঁদা ফুলের গাছে
গাঁদা ফুলের মোহে পড়ে
ছোট্ট খুকি নাচে।
লাল খয়েরি ফুল গুলো সব
বাতাস এলে দুলে
অবুজ খুকি ফোকলা দাঁতে
হাসে অন্তর খুলে।
ইচ্ছে খুকির মালা গেঁথে
পরবে তাহার গলে
মালা দেখে ফুল সুন্দরী
সকল লোকে বলে।
খুকি হাসে গাঁদা হাসে
হাসে পুবের রবি
এই পৃথিবী রাঙিয়ে যায়
ঐ রবি আর ছবি।