গহিরা এজেওয়াই এমএস বহুমুখী বিদ্যালয়ের বিরাশিয়ান বন্ধুদের মিলনমেলা

| শনিবার , ২৩ আগস্ট, ২০২৫ at ১১:২১ পূর্বাহ্ণ

রাউজান উপজেলার গহিরা এজেওয়াই এম এস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিরাশিয়ান বন্ধুদের মিলনমেলা গতকাল শহরের একটা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিয়াল্লিশ পর এই মিলনমেলায় বন্ধুদের মধ্যে পেয়ে এক এক জনের পুরানো স্মৃতি মনে পড়ে যায়। অনুষ্ঠানে আশরাফুল আনাম খান, ফরিদ উদ্দিন আহমেদ, . আবদুল হামিদ চৌধুরী, মৃত্যুঞ্জয় চক্রবর্তী, কামাল উদ্দিন, শেখ মুহাম্মদ ওমর, ফরিদুল আলম, কাজী আফছার, সৈয়দা হাসনা হেনা, শিখা দে, মেজবাহ উদ্দিন খান, মনজুর কাদের, অতিথি এস এম কায়ছার, মোহাম্মদ ইউনুস প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া প্রায় চল্লিশ জন বিরাশিয়ান বন্ধু উপস্থিত ছিলেন। শেষে নৈশভোজের আয়োজন করা হয়। কয়েকজনকে পুরস্কৃত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ার ছদাহায় নন্দোৎসব উদযাপন
পরবর্তী নিবন্ধস্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চন্দনাইশ ও মীরসরাইয়ে র‌্যালি