রাউজানের গশ্চি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র–ছাত্রী পরিষদের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল শুক্রবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কৃতী ছাত্র–ছাত্রীদের সংবর্ধনা, শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কনফিডেন্স সিমেন্টের ভাইস চেয়ারম্যান লায়ন রুপম কিশোর বড়ুয়া।
পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংকের পরিচালক শাহাজাহান মিঞা (সিআইপি), ইউএসটিসির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ন বৈদ্য, ফিনিক্স লাইফ ইনসুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (অব.) আবুল হাসেম, চট্টগ্রাম তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী জসীম উদ্দীন, বাগোয়ান ইউপি চেয়ারম্যান ভুপেষ বড়ুয়া, বিদ্যালয় সভাপতি আনোয়ার পাশা, ব্যবসায়ী জসীম উদ্দীন, চুয়েট অধ্যাপক ড. প্রসেনজিৎ দাশ, ডা. এনামুল হক, মোহাম্মদুর রহমান, প্রধান শিক্ষক এস এম আবদুল খালেক। প্রধান অতিথির বক্তব্যে লায়ন রুপম কিশোর বড়ুয়া বলেন, শিক্ষার জন্য কাজ করলে তার প্রতিদান অবশ্যম্ভাবী। অন্যান্য বিনিয়োগের প্রতিদান পান বা না পান শিক্ষার জন্য কাজ করলে তার প্রতিদান অবশ্যই পাবেন। তাই শিক্ষার জন্য কাজ করাকে আমার জীবনের ব্রত হিসেবে নিয়েছি। প্রাক্তন ছাত্র–ছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য আলমগীর হায়দারের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, পরিষদের সহ সভাপতি শামীম আল আজাদ, সৈয়দ মোজাফ্ফর হোসেন, যুবলীগ নেতা আ জ ম রাশেদ, আকতার হোসেন, মাখন লাল দাশ, ইসমাইল হোসেন সোহেল, এস এম শফি, সোলেমান বাদশা, আব্দুল মুমিন, মোহাম্মদ রাশেদ, ডা. অশ্রুকণা চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ নূর নবী, ইউপি সদস্য উদয় দত্ত অর্ক, ইউপি সদস্য সৈয়দ মোহাম্মদ ইয়াছিন, দিলীপ কুমার দাশগুপ্ত, মুহাম্মদ জালাল উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতেই পরিষদের প্রধান উপদেষ্টা মরহুম সাংবাদিক সিদ্দিক আহমেদসহ মৃত সকলের মাগফেরাত ও অসুস্থ সকলের জন্য খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও দরিদ্র শিক্ষার্থীদের স্কুল ড্রেস, জুতা ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।