হযরত আল্লামা মোহাম্মদ ইউনুছ (রা.)ছিলেন মিল্লাত ও মানতবতার সেবায় নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। আজীবন তিনি আদর্শিক সমাজ বিনির্মাণে কাজ করে গেছেন। দক্ষিণ রাউজানের গশ্চি আশেকে রাসুল দরবারের প্রতিষ্ঠাতা পীরে তরিক্বত আল্লামা হাকিম মোহাম্মদ ইউনুছের (রা.) ২৩ তম ওরশ ও ইছালে ছাওয়াব উপলক্ষে মিলাদ মাহফিলে বক্তারা এসব কথা বলেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল খতমে কুরআন, খতমে সুরাতুল আনআম, খতমে খাজেগানে রাহমানি, খতমে গাউছিয়া, মিলাদ-কেয়াম, মাজার জেয়ারত ও তবারুক বিতরণ। তাঁর ছেলে মুহাম্মদ বজলুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দরবারে বেতাগীর সাজ্জাদানশীন জিয়াউর রহমান আহমদুল্লাহ আবু শাহ। মাওলানা সৈয়দ আবদুল্লাহ রশিদীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা এস এম আবু তাহের আল কাদেরী, মাওলানা আবুল কাশেম আনসারী, মাওলানা নুরুল আজিম হেলালী, মাওলানা মুহাম্মদ ইছহাক, মাওলানা রুমি সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ সিরাজদৌলা, হযরত হাঁছি ফকির (রা.) কমপ্লেক্সের সম্পাদক মাস্টার আকতার হোসেন, মোহাম্মদ আলি, আহমদ উল্লাহ, সাংবাদিক আলমগীর হায়দার, সাংবাদিক তৈয়ব চৌধুরী, সংগঠক মহিউদ্দীন ইমন, জিয়াউর রহমান, আহমেদ সৈয়দ, মুহাম্মদ ইউছুপ। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হুজুরের দৌহিত্র সাহিল মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের শেষে অতিথিরা ‘আলোর দিশারী’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন।