গলায় আপেলের টুকরো আটকে শিশুর মৃত্যু

| মঙ্গলবার , ৪ এপ্রিল, ২০২৩ at ৫:০৩ পূর্বাহ্ণ

গলায় আপেলের টুকরো আটকে মৃত্যু হয়েছে ছয় মাস বয়সী এক শিশুর। রাজধানীর মাদারটেক এলাকার ওই শিশুটির গলায় গতকাল সোমবার সন্ধ্যায় ইফতারের সময় আপেলের টুকরোটি আটকে যায়। ওই অবস্থায় স্বজনরা শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর বিডিনিউজের।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শিশুটির নাম আইরিন সামির। সে সবুজবাগ থানাধীন মাদারটেক দক্ষিণগাঁও এলাকার শাখাওয়াত হোসেন কাননের ছেলে। সামিরের দাদি শাহিন আক্তার জানান, সন্ধ্যায় তারা ইফতারের টেবিলে বসেছিলেন। এ সময় সামির একটি আপেলের টুকরো হাতে তুলে মুখে দেয়। কিন্তু সেটি আর গিলতে পারেনি। গলায় আটকে ছটফট শুরু করে। এই অবস্থায় তাকে নিয়ে হাসপাতালে যান স্বজনেরা। রাত সোয়া ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় স্লোগান ‘জয় বাংলা’র সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু’ অন্তর্ভুক্ত করতে হাইকোর্টের রুল
পরবর্তী নিবন্ধপদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে আজ