রামু উপজেলাধীন গর্জনিয়ার মাঝিরকাটায় এসিডে তরুণীর মুখ ঝলসে দেয়ার ঘটনায় অভিযুক্ত যুবক নুরুল আবছার ভুট্টোকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে গর্জনিয়া পুলিশ ফাঁড়ি দক্ষিণ মাঝির কাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরহাদ আলী জানান, আজ (বুধবার) দুপুরে আটককৃত আবছারকে কক্সবাজার আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।
ভুক্তভোগী তরুণীর পিতা মোজাফফর আহমদ জানান, পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে স্থানীয় বাদশা মিয়ার ছেলে ভুট্টো এসিড ছুড়ে তার মেয়ের জীবনটা শেষ করে দিয়েছে। তিনি প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
কঙবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার (আরএমও) শাহীন মো. আবদুর রহমান জানান, এসিডে ওই তরুণীর ডান চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মুখমণ্ডল ঝলসে গেছে। সার্জারি ওয়ার্ডে ভর্তি করিয়ে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
উল্লেখ্য, সোমবার দিবাগত রাত ৩টার দিকে তৈয়বা বেগম (২২) নামে এক তরুণীর উপর এসিড নিক্ষেপের এ ঘটনাটি ঘটে। ঘটনার পর তরুণীর পিতা মোজাফফর আহমদ বাদী হয়ে রামু থানায় ১টি মামলা দায়ের করেন।












