গরু চুরি করতে ব্যর্থ হয়ে আগুন, পুড়ল ৩ বসতঘর

রাঙ্গুনিয়ায় প্রতিনিধি | বুধবার , ১০ মার্চ, ২০২১ at ৫:৫৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় দিনমজুর কমল দাশের ঘর আগুনে পুড়ে গেছে। গত ৮ মার্চ মধ্যরাতে দক্ষিণ রাজানগরের দয়ালপাড়া এলাকায় এঘটনা ঘটে। এসময় শ্যামল দাশ ও সরোজ দাশ নামে আরও দুই দিনমজুরের বসতঘরও পুড়ে গেছে। গরু চুরি করতে এসে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন বাবু জানান, গত সোমবার দিবাগত রাত ২টার দিকে কমল দাশের গোয়ালঘরে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তে আগুন তার বসতঘরে ও পরে পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় স্ত্রী-সন্তান নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েন ক্ষতিগ্রস্তরা। ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘর হারিয়ে তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
কমল দাশ বলেন, গরু চুরি করতে এসে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে। তার গোয়ালঘরে ৫টি গরু ছিল। মাসখানেক আগেও তার গরু চুরির চেষ্টা করা হয়। চোরের দল গরু নিয়ে রাস্তায় বেড়িয়েও পড়েছিল। তখন ভোর হয়ে যাওয়ায় মানুষ ধাওয়া দিলে চোর পালিয়ে যায়। এবারও গরু চুরির উদ্দেশে এসে তারা ঘরে আগুন লাগিয়ে দিয়েছে।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা লিটন হাওলাদার জানান, অগ্নিকান্ডের খবরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে দুটি মাটির ও একটি বাঁশ-বেড়ার ঘর পুড়ে যায়। আগুনের সুত্রপাতের বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে।

পূর্ববর্তী নিবন্ধএক্সেস রোডে শতাধিক দোকান অপসারণ
পরবর্তী নিবন্ধস্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েলের পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা