ডায়াবেটিস সচেতনতা দিবস ২০২৩ উপলক্ষে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে গতকাল সকাল সাড়ে ৯টায় রোগী সমাবেশ ও আদর্শ ডায়াবেটিস রোগীদের সম্মাননা প্রদান করা হয়। সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী এতে সভাপতিত্ব করেন।
সভার শুরুতে অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী বলেন, ডায়াবেটিস রোগ সম্পর্কে জনগণকে সচেতন করে তোলার লক্ষ্যে এবারও ‘ডায়াবেটিস সচেতনতা দিবস’ উদযাপিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘ডায়াবেটিস নিয়ন্ত্রণ সর্বক্ষণ সুস্থ দেহ সুস্থ মন’। সচেতনতার কোনো বিকল্প নেই। এই সচেতনতা বৃদ্ধির জন্য ডায়াবেটিক হাসপাতালে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, বর্তমান সরকার ডায়াবেটিস বান্ধব সরকার। ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে গ্লোবাল এমবেসেডর করেছেন। অচিরেই সরকার গরীব ডায়াবেটিক রোগীদের বিনামূল্যে ইনসুলিন প্রদান করবেন। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান এই প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন। তিনি ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
চিফ এডমিন অফিসার মো. আমান উল্লাহ আমানের সঞ্চালনায় রোগী সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি আবিদা মোস্তফা, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, কোষাধ্যক্ষ এএসএম জাফর, নির্বাহী সদস্য মো. শহীদুল আলম, মো. আলী চৌধুরী, হাসপাতালের এডিশনাল ডাইরেক্টর ডা. নওশাদ আজগার চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে ৫ জন আদর্শ ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য হাসপাতালের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সীতাকুণ্ড ডায়াবেটিস হসপিটাল : সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান লায়ন মাস্টার আবুল কাশেম বলেছেন, ডায়াবেটিস সকল রোগের মা, তাই সচেতনতাই হোক ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের প্রথম ধাপ।
গতকাল দুপুর ২টায় সীতাকুণ্ড ডায়াবেটিস হসপিটালের উদ্যোগে জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে পল্লী চিকিৎসক ও ডায়াবেটিস রোগী সমাবেশ, আলোচনা সভা এবং ফ্রি ইনসুলিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাস্টার আবুল কাশেম এ কথা বলেন। ডা. সাজেদুল ইসলাম নাহিমের সভাপতিত্বে এবং মানিক লাল দাশগুপ্তের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মো. জাহাঙ্গীর, লায়ন আবুল খায়ের মো. ওয়াহিদী, লায়ন নুরুল আবছার চৌধুরী, সৈয়দ মো. ফোরকান আবু। প্রধান আলোচক ছিলেন ডা. মোহাম্মদ গিয়াস উদ্দিন টিপু। বক্তব্য রাখেন লায়ন মো. গিয়াস উদ্দিন, লায়ন মো. ইউসুফ শাহ্, ট্রেজারার খোরশেদ আলম, ননী গোপাল দেবনাথ, লায়ন মো. বেলাল হোসেন, সাংবাদিক কামরুল ইসলাম দুলু প্রমুখ। অনুষ্ঠানে ২৭ জন হতদরিদ্র ডায়াবেটিস রোগীকে বিনামূল্যে ইনসুলিন ও এক মাসের ওষুধ বিরতণ করা হয়