গরিব মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব

খাদ্যসামগ্রী বিতরণকালে মুজিবুল হক শুক্কুর

| বুধবার , ৫ মে, ২০২১ at ১১:০২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক সেবা মুলক সংস্থা আন্‌জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ (একেএমবি)’র বোর্ড অব ট্রাস্টি, বিশিষ্ট রাজনীতিবীদ আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শুক্কুর বলেছেন যে কোন দুর্যোগ ও মহামারী কালীন সময়ে গরীব মেহনতী মানুষের পাশে দাড়ানো সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের নৈতিক দ্বায়িত্ব। আমাদের মত স্বল্প আয়ের দেশে এজাতীয় দুর্যোগ ও মহামারী মোকাবেলা করা সরকারের পক্ষে একক ভাবে সম্ভব নয় তাই সমাজের সকল বিত্তবানদের উচিৎ এরকম দুর্যোগ কালীন সময়ে মানুষের পাশে থাকা। তিনি গত ২ মে নগরীর কালামিয়া বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে আন্‌জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ (একেএমবি)’র উদ্যোগে আমেরিকা জর্জিয়া মুসলিম কমিউনিটির সহযোগিতায় চট্টগ্রামে এক হাজার পরবিারে খাদ্য সমাগ্রী উপহার বিতরন অনুষ্ঠান উদ্বোধন কালে উপরোক্ত মন্তব্য করেন। আন্‌জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ (একেএমবি)’র চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা কাজী জসিম উদদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক এস এম আব্দুল করিম তারেক, আমেরিকা জর্জিয়া মুসলিম কমিউনিটির বাংলাদেশ এর ডাইরেক্টর আলহাজ্ব শাহদাত হোসাইন রুবেল, অধ্যক্ষ মাওলানা আবু সালেহ্‌, বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজ সেবক এম মহিউল আলম চৌধুরী, মাওলানা এম এম মাইনুদ্দীন চৌধুরী হালিম, লায়ন এম ইমরান, আনিসুর রহমান, আবু সাদেক সিটু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানবিক সমাজ গঠনে ভূমিকা রাখছে গাউসিয়া কমিটি
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম লেডিস ক্লাবের শোক