গরিব দেশগুলোর জন্য এক কোটি টিকা চাইলেন হু প্রধান

৩৬টি দেশ এখনো কাউকে টিকা দিতে পারেনি

| রবিবার , ২৮ মার্চ, ২০২১ at ৯:০৭ পূর্বাহ্ণ

গরিব দেশগুলোর জন্য বিভিন্ন দেশ ও সংস্থার কাছে এক কোটি করোনা টিকা চেয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) তেদ্রোস আধানম গেব্রিয়েসুস। এক সংবাদ সম্মেলনে এই টিকার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, জাতিসংঘের সহায়তায় কোভ্যাক্স প্রকল্পের মাধ্যমে দরিদ্র দেশগুলোতে টিকা কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার।
ডব্লিউএইচও প্রধান বলেন, ‘চলতি বছরের প্রথম ১০০ দিনের মধ্যে সব দেশে যেন টিকা প্রদান শুরু হয় তা নিশ্চিত করতে সব দেশেকে একসঙ্গে কাজ করার জন্য শুরুতেই আমি আহ্বান জানিয়েছিলাম।’ তিনি বলেন, ‘এখন আর মাত্র ১৫ দিন আছে সেই সময়সীমার। কিন্তু ৩৬টি দেশ এখনো কাউকে টিকা দিতে পারেনি, এমনকি তাদের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকেও। এই ৩৬ দেশের মধ্যে ১৬ দেশে আগামী দুই সপ্তাহের মধ্যে টিকা দেয়ার কথা রয়েছে। তবে ২০ দেশের জন্য কোনো টিকা বরাদ্দ নেই।’
তেদ্রোস বলেন, ‘এ অবস্থায় কোভ্যাক্স প্রকল্পের জন্য জরুরি ভিত্তিতে এক কোটি টিকা প্রয়োজন যেন ওইসব দেশ আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের স্বাস্থ্যকর্মী ও বয়স্কদের টিকা দিতে পারে।’ তিনি আরও বলেন, ‘টিকা সরবরাহের জন্য কোভ্যাক্স প্রস্তুত, কিন্তু আমাদের টিকা নেই। এক কোটি টিকাও বর্তমানে যথেষ্ট নয়, তবে এটি হলেও অন্তত শুরু করা যায়।’

পূর্ববর্তী নিবন্ধসশরীরে বৈঠকে করোনা আক্রান্ত ইমরান সমালোচনার ঝড়
পরবর্তী নিবন্ধগণতন্ত্রকে সুরক্ষার প্রতিশ্রুতি মিয়ানমার সেনাপ্রধানের