গরিব উল্লাহ শাহ (রঃ) এর ওরশ সোমবার

| শনিবার , ১১ অক্টোবর, ২০২৫ at ১১:০৪ পূর্বাহ্ণ

প্রখ্যাত অলিয়ে কামেল সুফি সাধক হযরত খাজা গরীব উল্লাহ শাহ (রহঃ) এর বার্ষিক ওরশ শরীফ আগামী ১৩ অক্টোবর সোমবার মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ওরশের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোকসজ্জা, জিয়ারত, মিলাদ মাহফিল, তাসবিহতাহলিল, হযরত গরীব উল্লাহ শাহ (রহ.) এর শানে আলোচনা, জিকির আজকার, হামদ নাত পরিবেশনা, গিলাপ চড়ানো, আখেরি মুনাজাত, তবারুক বিতরণ, দেশ জাতি ও ইসলামী উম্মার কল্যাণ কামনায় দোয়া মোনাজাত ইত্যাদি।

ওয়াকিফ পুত্র সরকার নিযুক্ত মোতাওয়াল্লী জ্যেষ্ঠ সাংবাদিক আলহাজ্ব মোঃ আবু তাহের ওরশ শরীফে ধর্ম বর্ণ নির্বিশেষে মহতি অনুষ্ঠানে শরিক হওয়ার জন্য দীনি আহবান জানিয়েছেন। একই সাথে স্টেটের রশিদ ছাড়া অনুদান অথবা সামগ্রী কাউকে না দেওয়ার তাগাদা দিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ হযরত শাহ সুফি গিয়াস উদ্দিন আল মাইজভাণ্ডারীর ওরশ
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ২১৫ কেজি ইলিশ জব্দ করে এতিমখানায় বিতরণ