গরমে হাঁসফাঁস চট্টগ্রাম, এসএসসির কেন্দ্রে অভিভাবকদের জন্য ’পানি হাতে ছাত্রদল!

| বৃহস্পতিবার , ১৭ এপ্রিল, ২০২৫ at ৫:৩৫ অপরাহ্ণ

তীব্র রোদের মধ্যে এসএসসি পরীক্ষার সময় সন্তানদের জন্য পরীক্ষাকেন্দ্রের বাইরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন অভিভাবকেরা।

সেই অপেক্ষাকে কিছুটা স্বস্তিদায়ক করতে এগিয়ে এল চট্টগ্রাম মহানগর ছাত্রদলের একঝাঁক সাবেক নেতা।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাফরুল হাসান রানা-র নেতৃত্বে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী এই উদ্যোগ। চট্টগ্রামের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত অভিভাবকদের মাঝে পানির বোতল বিতরণ করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ সুমন, মোঃ শাহাদাত খান রাসেল, চান্দগাঁও থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাফা য়েত, মোহাম্মদ মোবারক, মোহাম্মদ ওয়ালীদ, মোহাম্মদ মাসুম সহ আরও অনেকে।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাফরুল হাসান রানা- দাবি, “শুধু রাজনীতি নয়, সামাজিক দায়িত্বও আমাদের অঙ্গীকার।” তীব্র গরমে পরীক্ষাকেন্দ্রের বাইরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা অভিভাবকদের একটু স্বস্তি দিতে এই ক্ষুদ্র প্রয়াস।

এক অভিভাবক বলেন, “এত গরমে এক বোতল ঠাণ্ডা পানি যেন আশীর্বাদ। ছাত্রদের কাছ থেকে এমন ভিন্ন রকম সহমর্মিতা পাবো আশা করিনি।”

প্রসঙ্গত, রোজার ঈদের পরপরই এসএসসি পরীক্ষা শুরু হওয়ায় প্রচণ্ড গরমে অভিভাবকদের ভোগান্তি চোখে পড়ার মতো। ছাত্রদলের এমন উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে ।

পূর্ববর্তী নিবন্ধহাতকড়াসহ চমেক হাসপাতাল থেকে পালালো ডাকাত রফিক
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে যুবলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫