গরমে সরকারি কর্মকর্তাদের স্যুট-কোট পরতে মানা

মিতব্যয়ী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

আজাদী ডেস্ক | বুধবার , ২০ জুলাই, ২০২২ at ৫:৫১ পূর্বাহ্ণ

গরমের মধ্যে স্যুট পরে সরকারি কর্মকর্তাদের এসি রুমে বসে শীতল থাকার দিনে ছেদ ঘটতে যাচ্ছে। বিদ্যুৎ সাশ্রয়ে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার সীমিত করার পর এবার প্রধানমন্ত্রী পোশাক নিয়ে এই নির্দেশনা দিয়েছেন বলে জানালেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানির বাজারে অস্থিরতা বাংলাদেশের জন্যও সঙ্কট নিয়ে এসেছে। সেই কারণে বিদ্যুৎ সাশ্রয়ে লোডশেডিংসহ নানা পদক্ষেপ নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে এসি ব্যবহার সীমিত করতে বলা হয়।

গতকাল শেরে বাংলা নগরে এনইসিতে সম্মেলন কক্ষে একনেক সভায় বিদ্যুৎ সাশ্রয় নিয়ে কথা হয়। তখনই পোশাক নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা আসে বলে জানান পরিকল্পনামন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে এনইসিতে সভার সিদ্ধান্ত নিয়ে সংবাদ সম্মেলনে আসেন মান্নান। খবর বিডিনিউজ ও বাসসের।

প্রধানমন্ত্রী বৈশ্বিক মূল্যস্ফীতির প্রেক্ষাপটে মন্ত্রিসভার সদস্যসহ সরকারি ও বেসরকারি পর্যায়ের সকলকে বিদ্যুৎ ব্যবহারসহ অন্যান্য ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে আমরা মিতব্যয়ী হতে পারলে লাভবান হবো।

সচরাচর স্যুট পরলেও এদিন পাঞ্জাবি পরে আসা মান্নান বলেন, আজকের বৈঠকে দেশের বিদ্যমান পরিস্থিতিতে বিভিন্ন ধরনের সাশ্রয় নিয়ে কথা হয়েছে। এসময় মাননীয় প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের স্যুট-কোট না পরার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের অফিস চলাকালীন এসি ২৪ (ডিগ্রি সেলসিয়াস) এর নিচে না নামানোর নির্দেশ দিয়েছেন। এবং অফিস থেকে বের হয়ে যাওয়ার সময় অবশ্যই এসি বন্ধ করে যেতে হবে। তবে শীতকালে (স্যুট) পরতে পারবেন এবং বিদেশি কোনো ডেলিগেট আসলে তখন স্যুট-কোট পরা যাবে।

বৈঠকে সাময়িক বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে মান্নান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন ধরনের অপচয় ও দুর্নীতির বিরুদ্ধে আরও সজাগ হওয়ার নির্দেশ দিয়ে সরকার এবং সরকারের বাইরেও সতর্ক থাকতে গুরুত্বারোপ করেছেন। সঙ্কট মোকাবেলায় সরকার সচেষ্ট জানিয়ে তিনি বলেন, দেশে এখন মৌলিক কিছু নিত্যপণ্যের দাম নিম্নমুখী হচ্ছে। ভোজ্যতেলের দাম নিম্নমুখী হচ্ছে, এটা এখন দৃশ্যমান। আগামীতে চালের মূল্যেও পরিবর্তন আশা করছি আমরা।
দেশের খাদ্য নিরাপত্তায় সরকার আগামী রোপা আমনের ওপর গুরুত্ব দিচ্ছে বলে জানান পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, এই মৌসুমে সরকার প্রান্তিক কৃষকের জন্য বিনামূল্যে সার ও বীজ এবং বড় কৃষকের জন্য ন্যায্যমূল্যে সার-বীজ বিতরণ করবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে প্রতিদিন সাশ্রয় হবে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে কোথায় কখন লোডশেডিং চূড়ান্ত হয়নি তালিকা