গভীর সাগর থেকে পাইপলাইনে তেল সরবরাহ শুরু

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৪ জুলাই, ২০২৩ at ৬:০০ পূর্বাহ্ণ

গভীর সাগর থেকে পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টা ১২ মিনিটে বহির্নোঙরে অবস্থানকারী তেল বোঝাই জাহাজ এমটি হোরে থেকে পাইপ লাইনের মাধ্যমে তেল আসতে শুরু করে ইস্টার্ণ রিফাইনারীতে। গত রোববার দিনভর নানা প্রক্রিয়ায় জাহাজটি মুরিং করা থেকে শুরু করে পাইপ লাইনের সংযোগ স্থাপন পর্যন্ত বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। গতকাল সকালে জাহাজের খোল থেকে তেল প্রবাহ শুরু করা হয়।

উল্লেখ্য, সাড়ে সাত হাজার কোটিরও বেশি টাকা ব্যয়ে গভীর সাগর থেকে পাইপ লাইনের মাধ্যমে জ্বালানি তেল খালাসের জন্য সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপ লাইন শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করা হয়। এই প্রকল্পের আওতায় সাগরের তলদেশ এবং স্থলভাগ দিয়ে ১১৬ কিলোমিটার দীর্ঘ পাইপ লাইন স্থাপন করা হয়। সমান্তরালে স্থাপিত ১৮ ইঞ্চি ব্যাসের দুইটি পাইপ লাইনের একটি দিয়ে ডিজেল এবং অপরটি দিয়ে ক্রুড অয়েল নিয়ে আসা হবে ইস্টার্ণ রিফাইনারীর ট্যাংকে। প্রথম জাহাজের মাধ্যমে ৮২ হাজার টন ক্রুড অয়েল আমদানি করা হয়েছে। মাত্র ৩০ ঘন্টায় এই তেল জাহাজ থেকে ইস্টার্ণ রিফাইনারীতে পৌঁছাবে। আগে এই পরিমাণ তেল লাইটারিং করতে সময় লাগতো ১২ থেকে ১৩দিন। এতে বিপুল অর্থ এবং সময় ব্যয়ের পাশাপাশি জ্বালানি তেল চুরিরও ঘটনা ঘটতো। তেল খালাসের অত্যাধুনিক এই প্রযুক্তি বাস্তবায়ন হওয়ায় বিপিসির বছরে ৮শ’ কোটিরও বেশি টাকা সাশ্রয়ের পাশাপাশি তেল নয় ছয় করার ঘটনারও অবসান ঘটলো বলে সূত্রগুলো মন্তব্য করেছে।

পূর্ববর্তী নিবন্ধমনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ
পরবর্তী নিবন্ধনির্বাচিত হলে প্রধানমন্ত্রীর আস্থা ও বিশ্বাসের মূল্য রাখব