গভীর সমুদ্রে ৫ লাখ ইয়াবাসহ আটক ২১

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ১২ এপ্রিল, ২০২৫ at ৭:১১ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরের কলাতলী বিচ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ৫ লাখ ইয়াবাসহ ২১ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড ও র‌্যাব। গতকাল শুক্রবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামউলহক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও র‌্যাব১৫ এর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ২টি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে আভিযানিক দল থামার সংকেত প্রদান করলে বোট ২টি সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। এ সময় পানিতে লাফ দিয়ে পালিয়ে যায় একজন পাচারকারী। পরবর্তীতে আভিযানিক দল ঘণ্টাব্যাপী ধাওয়া করে গভীর সমুদ্র হতে বোট ২টিকে আটক করতে সক্ষম হয়। আটককৃত বোটে তল্লাশি চালিয়ে কাঠের পাটাতনের নিচে বরফের ভিতর বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা এবং বোটে থাকা ২১ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৩ জন কক্সবাজারের বাসিন্দা এবং বাকিরা কক্সবাজারের উখিয়া ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। আটককৃত ইয়াবা পাচারকারী, জব্দকৃত ইয়াবা ও আটকদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং তাদের থানার হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ে বৈসুর সুর
পরবর্তী নিবন্ধফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ফ্রান্সের