রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৩০–৪০ ফুট পরিমাপের একটি বসতঘর। যেখানে থাকতো চারটি পরিবার। গত শনিবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পূর্ব সৈয়দবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। এতে চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু জানান, টিনের চাউনি দেয়া সেমিপাকা বসতঘরটিতে থাকতো মোহাম্মদ ইসহাক আহমদ ও তার তিন ভাড়াটিয়া মো. নয়ন, জোৎস্না আক্তার ও আহমদ উল্লাহর পরিবার। রাতে ঘরের পেছনের দিক থেকে আগুন লেগে সম্পূর্ণ ঘর পুড়ে যায়। কিছুই বের করতে পারেনি। ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাহেদুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের দুটি গাড়ি আগুন নির্বাপণে কাজ করে। আগুনে তাদের প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছেন তিনি।