গভীর রাতে স্কেভেটর উল্টে খালে, চালকের লাশ উদ্ধার

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৬ আগস্ট, ২০২৫ at ৫:৩২ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা কাজীর হাট বাজার সংলগ্ন খাল থেকে মোহাম্মদ হারুন নামের এক স্কেভেটর চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত হারুনের বাড়ি নোয়াখালী বলে জানিয়েছেন মোহরা পুলিশ বঙের ইনচার্জ (এসআই) আজিজুল হক। তিনি আরো বলেন, হারুন পেশায় স্কেভেটর চালক। স্থানীয়দের কাছে শুনেছিবৃহস্পতিবার দিবাগত গভীর রাত ২টার দিকে বৃষ্টির কারণে একটি স্কেভেটর উল্টে যায়। আজ (গতকাল) বিকেলে একটি লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে পোস্টার লাগাতে গিয়ে পাল্টাপাল্টি হামলা, ৪ ছাত্রলীগ কর্মী হাসপাতালে
পরবর্তী নিবন্ধসৈকতে গোসলে নেমে প্রাণ গেল পর্যটকের