গভীর রাতে ফুটপাতে নবজাতকের কান্না

৯৯৯ এ ফোন পেয়ে উদ্ধার করল পুলিশ

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৫ এপ্রিল, ২০২১ at ৫:৪০ পূর্বাহ্ণ

নগরীর ওয়াসা মোড়ের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনের ফুটপাত থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাত দুইটার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে সেখান থেকে নিয়ে গিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই নবজাতক ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি আছে এবং সুস্থ আছে। কে বা কারা নবজাতক শিশুকে ফুটপাতে রেখেছে তা গতকাল শনিবার রাতে সাড়ে ১০টা পর্যন্ত জানা যায়নি। পুলিশ বলছে, নবজাতক শিশুকে কারা ফুটপাতে ফেলেছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে। ওই এলাকার সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে। যারাই এ কাজ করুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর আজাদীকে বলেন, আল আমিন নামের এক ব্যক্তি প্রথমে নবজাতক শিশুর কান্নার শব্দ শুনতে পান। এরপর তিনি জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯ এ ফোন করলে আমরা ঘটনাস্থলে যায় এবং নবজাতক শিশুকে উদ্ধার করি। একপর্যায়ে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করি। এখনো নবজাতক শিশু আমাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। বর্তমানে সুস্থ রয়েছে। অনেকে দত্তক পেতে যোগাযোগ করছেন।
ওসি আলমগীর আরও বলেন, ২৪ ঘণ্টার অবজারভেশনে আছে শিশুটি। এরপর আমরা আদালতের নজরে দিব বিষয়টি। আদালতই সিদ্ধান্ত দিবে শিশুটির ভবিষ্যত গন্তব্য বিষয়ে। আমরা আইন অনুযায়ী আগাবো।

পূর্ববর্তী নিবন্ধ‘ডাইল করিম’ কারাগারে
পরবর্তী নিবন্ধবিশেষ ফ্লাইটে আসা যাত্রীর কোয়ারেন্টিনে ৪ নির্দেশনা