আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান সৃষ্টির কেন্দ্র। এখানে শিক্ষকদের প্রধান কাজ হলো গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান উৎপাদন ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনা। আজকের বিশ্বে গবেষণা মানেই প্রতিযোগিতা। উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলো তাদের গবেষণার মান দিয়ে এগিয়ে যাচ্ছে, আমরা কেন পিছিয়ে থাকবো। আমাদের প্রকাশনাগুলোর গুণগত মান আরও বাড়াতে হবে, যাতে আইআইইউসি আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজস্ব অবস্থান তৈরি করতে পারে। গবেষণায় মান ও সততা নিশ্চিত করতে হবে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পাবলিকেশন (সিআরপি)-এর উদ্যোগে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত রিসার্চ এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রোগ্রামের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইআইইউসি’র সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পাবলিকেশনের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ নাজিম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর আহসানুল্লাহ ভূঁইয়া, আইআইইউসি’র রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাশেম এবং বোর্ড অব ট্রাস্টিজ সদস্য ও সাবেক উপ–উপাচার্য প্রফেসর ড. আবু বকর রফিক। রিসার্চ এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রোগ্রামের উপর আলোকপাত করে স্বাগত বক্তব্য দেন, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পাবলিকেশনের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ নাজিম উদ্দিন। পুরস্কৃত শ্রেষ্ঠ গবেষক হিসাবে অনুভুতি ব্যক্ত করেন ট্রিপল ই বিভাগের শিক্ষক মোহাম্মদ জাহিদ হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ শামসুল আলম।
আলোচকগণ বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমে গুণগত মান উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং সিআরপি’র এই উদ্যোগকে আইআইইউসি’র গবেষণার অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন।
অনুষ্ঠানে গবেষণা ও প্রকাশনায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ মোট ১৩৭ জন গবেষককে ক্রেস্ট, সম্মাননাপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। তাদের মধ্যে শ্রেষ্ঠ পাঁচজন হলেন, ট্রিপল ই বিভাগের শিক্ষক মোহাম্মদ জাহিদ হাসান, ফার্মেসি বিভাগের শিক্ষক মোহাম্মদ নাজমুল ইসলাম, ইকনোমিক্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদ, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. নেজামুল হক এবং ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ নাজিম উদ্দিন।