গন্ডামারায় অগ্নিকাণ্ডে ১১ পরিবার ক্ষতিগ্রস্ত, ক্ষয়ক্ষতি ২০ লক্ষাধিক টাকা

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ১২ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৫৩ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের দক্ষিণ গন্ডামারা ৩ নম্বর ওয়ার্ড এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় ৩ টি বসতঘর পুঁড়ে যায়। এতে ১১টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বিলার বাড়িতে ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় জমির হোসেন, তাঁর ছেলে নবী হোসেন চৌকিদার, মো. ইউসুফ, গুরা মিয়াসহ ৭ বসতঘর, জাফর আহমদ,আব্দুর রশিদ ও মোহাম্মদ কালুসহ ৪ পরিবার মিলে ১১টি পরিবার ক্ষতিগ্রস্ত হয় বলে জানান গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান মো. লেয়াকত আলী। তিনি বলেন, অগ্নিকান্ডে বৃহৎ ৩ বসত ঘরে ১১ টি পরিবারের লোকজন বসবাস করত। আগুনে তাদের বাড়ির অধিকাংশ মালামাল পুড়ে যায় বলে তিনি জানান।
বাঁশখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ১১টায় আগুন লাগার খবর পেয়েছি। আমাদের ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছার আগে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথা থেকে হয়েছে জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধগুমানমর্দ্দন ইউনিয়ন গণশুনানিতে অভিযোগ করে মিলল প্রতিকার
পরবর্তী নিবন্ধতৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দক্ষতা উন্নয়ন কর্মসূচি