গণহারে ছাটাই : ইসলামী ব্যাংকের সুনামের অন্তরায়

| বুধবার , ১ অক্টোবর, ২০২৫ at ১০:৩৩ পূর্বাহ্ণ

সম্প্রতি ইসলামী ব্যাংকে গণহারে কর্মী ছাটাই জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। দেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক একটি সুনামধন্য প্রতিষ্ঠান। অথচ আজ ইসলামী নামধারী এই ব্যাংকেই কর্মীদের প্রতি অমানবিক আচরণ দেখা যাচ্ছে।

যাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তারা কেউ অষ্টম বা দশম শ্রেণি পাস নন; বরং অনার্স ও মাস্টার্স ডিগ্রিধারী। বছরের পর বছর শিক্ষা ও পরিশ্রমের মাধ্যমে অর্জিত এসব যোগ্যতাকে হঠাৎ অস্বীকার করা কতটা ন্যায্য? ইসলাম বলে, যাদের কাজ নেই তাদের কাজ দিতে হবে, যাদের খাবার নেই তাদের খাওয়াতে হবে। অথচ ইসলামের নামে পরিচালিত একটি প্রতিষ্ঠান যখন মানুষকে কর্মহীন করে দেয়, তখন তা ইসলামী নীতির পরিপন্থী।

এই গণছাটাই শুধু কর্মীদের পরিবারকে বিপর্যস্ত করবে না; বরং ব্যাংকের সুনাম, গ্রাহক আস্থা ও প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণেও নেতিবাচক প্রভাব ফেলবে। অনেকেই হয়তো অ্যাকাউন্ট বন্ধ করে দেবেন। ইসলামী ব্যাংকের দীর্ঘদিনের সুনাম যেন অমানবিক সিদ্ধান্তে নষ্ট না হয় এটাই সকলের প্রত্যাশা।

মো: জাহেদুল ইসলাম

ইংরেজি বিভাগ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধক্লান্ত রাতের প্রহর