গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনার বিচার করতে হবে

লোহাগাড়া মাদ্রাসার বার্ষিক সভায় শাহজাহান চৌধুরী

| সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৫৩ পূর্বাহ্ণ

হেলিকপ্টার থেকে গুলি করে গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনার বিচার শুরু করতে অর্ন্তবর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন জামায়াতের চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী। তিনি শনিবার দিবাগত রাতে লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৮০ তম বার্ষিক সভায় এ দাবি জানান।

মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদের খতিব ও ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মাওলানা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের জাবেরি আল মাদানী। অধ্যক্ষ মাওলানা আবু মুছা মোহাম্মদ খালেদ জামিল ও মাওলানা আহমদ ছফা ফারুকির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তাফসির পেশ করেন চবি প্রফেসর ড. নিজাম উদ্দিন ও অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মোহাম্মদ সলিমুল্লাহ।

প্রাক্তন অধ্যক্ষ মাওলানা ফাতহুল কাদিসহ বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি অধ্যাপক ড. ছাবের আহমদ, সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ, সহসভাপতি আরফাত হোছাইন বিপ্লব প্রমুখ। সভায় আগত সবাইকে স্বাগত জানান মাদ্রাসার অধ্যক্ষ ড. আব্দুল কাদির নিজামী ও উপাধ্যক্ষ ড. মাওলানা মাহমুদুল হক উসমানী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাহফুজ-সুফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে সন্দ্বীপে ইংলিশ অলিম্পিয়াড
পরবর্তী নিবন্ধফ্যাসিবাদের চিহ্নিত সহযোগীরা বিএনপির সদস্য নবায়নের সুযোগ পাবেন না