‘সমৃদ্ধির অগ্রযাত্রায় মীরসরাই’ শিরোনামে প্রকাশিত উপজেলার ইতিহাস ও সম্ভাবনা নিয়ে ডকুমেন্টারী গ্রন্থের মোড়ক উন্মোচনকালে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বলেন,আমাদের সবাইকে দেশের মানুষকে ভালবেসে গণমানুষের কল্যাণেই কাজ করতে হবে। তিনি মীরসরাইয়ের বিদায়ী ইউএনও মাহফুজা জেরিনকে বিদায়ী শুভেচ্ছা জানিয়ে সফল কর্মজীবন প্রত্যাশা করেন। তিনি গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। জেলা প্রশাসক মোড়ক উন্মোচন করা গ্রন্থের প্রশংসা করে এমন উদ্যোগ অন্যান্য উপজেলায় নেয়ার কথাও ব্যক্ত করেন। বইটিতে মীরসরাইয়ের উন্নয়ন ও অগ্রগতির নানা দিক তুলে ধরা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রন্থের সম্পাদক ড. কামাল উদ্দিন, সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, ইকবাল হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন প্রকৌশলী রনি সাহা, প্রকৌশলী সাঈদ মাহমুদ, সাবরিনা লিনা, প্রতাপ চন্দ্র রায় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ। জেলা প্রশাসক ফরিদা খানম দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, প্রশিক্ষিত যুবকদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সেলাই মেশিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সরঞ্জাম বিতরণ করেন। তিনি থানা সংলগ্ন অছি মিয়া ব্রিজ এবং মীরসরাই সদরস্থ ট্রাফিক পুলিশ বঙ উদ্বোধন করেন, যা স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও যানবাহন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া উপজেলার বারইয়ারহাট পৌরসভায় ‘যুব কর্নার–২’–এর উদ্বোধন করেন জেলা প্রশাসক।