চট্টগ্রাম–১০ আসনের প্রার্থী, মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, দেশে দুর্নীতি দূর করতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করতে হবে। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে জনগণকে সচেতনভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং ন্যায় ও সততার পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে।
গত মঙ্গলবার বাদুরতলা জঙ্গীশাহ মাজার এলাকায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণসংযোগে বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ থানা আমির মাহবুবুল হাসান রুমী। সভাপতিত্ব করেন বাদুরতলা ওয়ার্ডের সভাপতি কামাল হোসেন।
স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন তালুকদার, হাফেজ তৌহিদ হোসাইন, নাসির উদ্দিন, আবু তাহের, নুরুল আমিন, জাফর আহমদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












