জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেন, স্বৈরাচারবিরোধী দীর্ঘ আন্দোলনের চূড়ান্ত সফলতা নিশ্চিত করতে হলে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিতব্য গণভোটে অবশ্যই ‘হ্যা’ ভোটকে বিজয়ী করতে হবে। এতে ব্যর্থ হলে দেশ আবারও স্বৈরাচারের যাঁতাকলে পড়ার আশঙ্কা রয়েছে।
মহানগরী জামায়াতের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ সপ্তাহ উপলক্ষে গতকাল বুধবার সকাল থেকে ৩০ নম্বর পূর্ব মাদার বাড়ি ওয়ার্ডের মীরবাড়ি, কামাল গেইট, চসিক আবাসিক এলাকা, সেবা কলোনী, দারোগার হাট, মালুম ঘাট এলাকায় ‘হ্যা’ ভোটের পক্ষে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ শফিউল আলম, সদরঘাট থানা সেক্রেটারি সরওয়ার জাহান সিরাজী, পূর্ব মাদার বাড়ি ওয়ার্ড সেক্রেটারি কাউসার নিয়াজ রাজী, আবু মুছা, মাহতাব উদ্দিন টিপু, কামরুল ইসলাম, মহসিন প্রমুখ।
কোতোয়ালী : জামায়াতে ইসলামী মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. একেএম ফজলুল হক গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর কোতোয়ালী থানার ৩৩ নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ডে গণভোটের পক্ষে প্রচারনা চালান। ওয়াসি উদ্দিন আনসারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, কোতোয়ালী থানা আমির হোসাইন, থানা সেক্রেটারি মোস্তাক আহমদ। বক্তব্য দেন, তৌহিদুল ইসলাম আজাদ, সাইফুদ্দিন মানিক, আব্বাসউদ্দীন আনসারী, আজিজুল করিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












