গণফোরামের দুই অংশের এক হওয়ার ঘোষণা

| শুক্রবার , ৩০ আগস্ট, ২০২৪ at ৫:৫৪ পূর্বাহ্ণ

বিভক্তির চার বছর পর ফের ঐক্যবদ্ধ হওয়া ঘোষণা দিয়েছে গণফোরামের দুই অংশ। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এ বিষয়ে যৌথ ঘোষণাপত্র পড়ে শুনিয়ে বলেন, আমরা দ্রুততম সময়ে ঐক্যবদ্ধ গণফোরাম এর জাতীয় কাউন্সিল করব। নেতৃত্বের কোন্দলে চার বছর আগে আলাদা হয়ে গিয়েছিল গণফোরামের দুই পক্ষ। কামাল হোসেনের নেতৃত্বাধীন অংশটির বাইরে গিয়ে আরেকটি কমিটি ঘোষণা করেছিলেন মোস্তফা মহসীন মন্টু এবং তার অনুসারীরা। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধঅধ্যাপক মাওলানা আবু বকর আজাদ
পরবর্তী নিবন্ধযথাযোগ্য ধর্মীয় মর্যাদায় নবী দিবস (দ.) উদযাপন