সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা। প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) কমিটির সভাপতি মৃণাল চৌধুরী। সমাবেশে বক্তারা গণপরিবহন চালুর দাবি জানান। একই সাথে করোনা মহামারী নিয়ন্ত্রণে গণপরিবহন বন্ধ থাকায় কর্মহীন পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান প্রদান, ১০ টাকা দরে ওএমএসের চাল সরবরাহের কথা বলেন তারা। এতে বক্তব্য দেন ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মাওলা, সাধারণ সম্পাদক অলি আহমদ, প্রচার সম্পাদক হাজী আবদুস ছবুর, হারুনুর রশিদ, আবু বক্কর ছিদ্দিকী, আবুল কাশেম, জাহেদ হোসেন, মো. শফি, শামসুল আলম, শহীদুল ইসলাম, নজরুল ইসলাম, মো. হাসান, মো. হারুন, আরিফুল ইসলাম, মো. বখতিয়ার, নুরুল আবছার, সাইদুল হক মাস্টার, মো. সোলায়মান, আবদুর রহিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।