গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হলে দায়ভার বিএনপির : কাদের

| মঙ্গলবার , ২৪ অক্টোবর, ২০২৩ at ৬:২৯ পূর্বাহ্ণ

বিএনপি যেকোনো উপায়ে ক্ষমতা দখলের অপতৎপরতা চালাচ্ছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেছেন, তাদের কর্মকাণ্ডের কারণে গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশ নষ্ট হলে এর দায়ভার বিএনপিকেই নিতে হবে। নির্বাচন বানচালে দলটি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে বলেও গতকাল বিবৃতিতে অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এমন প্রেক্ষাপটে নির্বাচনের আগে বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। খবর বিডিনিউজের।

বিবৃতিতে তিনি বলেন, সাংবিধানিক নিয়ম অনুযায়ী গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা শান্তিপূর্ণ পরিবেশে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করি। অথচ বিএনপি নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে, উস্কানি দিয়ে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। বিএনপির এই অপতৎপরতার কারণে যদি গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশ বিনষ্ট হয় তার দায়ভার বিএনপিকেই নিতে হবে। কাদেরের ভাষ্য, বিএনপির নেতারা বক্তব্য ও বিবৃতিতে বারবার উগ্র আস্ফালন দেখিয়ে যাচ্ছে; যা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জন্য হুমকিস্বরূপ। বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলেই তারা দেশ ও জনগণ নিয়ে যেকোনো ছেলে খেলা খেলতে পারে। বিবৃতিতে বলা হয়, বিএনপি ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে আগামী ২৮ অক্টোবর তথাকথিত সমাবেশের নামে জনমনে ভীতি সঞ্চার করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তিকামী জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সতর্ক অবস্থানে থাকবে। আওয়ামী লীগের নেতাকার্মীরা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্থিতিশীল পরিবেশ কোনোভাবে ব্যাহত হতে দেবে না জানিয়ে তিনি বলেন, জনগণের স্বাধীনতা, মুক্তি এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দলের নেতাকর্মীরা আত্মত্যাগ করেছে।

পূর্ববর্তী নিবন্ধবিরোধী দলকে ভোটে চায় না সরকার : ফখরুল
পরবর্তী নিবন্ধশুভ বিজয়া দশমী আজ