ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার উদ্যোগে ঢাবি রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে গণতান্ত্রিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান। আলোচনায় অংশ নেন, স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন, ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু, ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, সুপ্রিমকোর্ট বারের সাবেক সহ সভাপতি মো. শফিক উল্লাহ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া, অগ্রণী ব্যাংকের ডিজিএম মো. নিজাম উদ্দীন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ঢাবি গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে গণতান্ত্রিক ঐক্য পরিষদকে নির্বাচিত করে ঢাবির উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র–ছাত্রীদের অবদান অনস্বীকার্য। ঢাবির সার্বিক উন্নয়নে আগামী ৪ মার্চ গণতান্ত্রিক ঐক্য পরিষদকে ভোট দেয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।