গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল দরকার : প্রধানমন্ত্রী

| সোমবার , ১ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:৩৪ পূর্বাহ্ণ

দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য সংসদ ও বিরোধী দলের ভূমিকার কথা মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশ সংসদ গৃহীত মুজিববর্ষের কার্যক্রম এবং ওয়েবসাইটের উদ্বোধন উপলক্ষে গতকাল রোববার সকালে এক অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন তিনি। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জাতির পিতার অডিও ভাষণের ডিজিটাল সংকলনেরও উদ্বোধন করেন বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা।
তিনি বলেন, আমাদের দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য পার্লামেন্টের ভূমিকা রয়েছে। পার্লামেন্ট এমন একটা জায়গা, যেখানে জনপ্রতিনিধিরা আসেন, জনগণের কথা বলার সুযোগ পান। গণতন্ত্র বজায় রাখতে সরকারে আন্তরিকতার কথা তুলে ধরে তিনি বলেন, আমরা অন্তত এটুকু দাবি করতে পারি যে আমাদের সরকারের আমলে… বিরোধী দলে থাকার অভিজ্ঞতা আমার আছে, তখন বিরোধী দলে থেকে কী কী সমস্যার মোকাবেলা করেছি সেটা আমরা জানি। এ কারণে আমরা কিন্তু আর সে সমস্যাগুলো সৃষ্টি করি না। খবর বিডিনিউজের। যদিও এখন যেটা সমস্যা হয়েছে যে, বিরোধী দল বলতে যে দলগুলো আছে, তাদের নেতৃত্ব সেভাবে নেই বলে জনগণের আস্থা বিশ্বাসটা তারা সেভাবে অর্জন করতে পারেনি। কিন্তু গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল অবশ্যই দরকার, এতে কোনো সন্দেহ নেই। আমরা চাই আমাদের গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকুক এবং জনগণের জন্য আমরা যেন কাজ করার সুযোগ পাই।

পূর্ববর্তী নিবন্ধপানির জন্য রোজ হাঁটতে হয় দুই কিলোমিটার পাহাড়ি পথ!
পরবর্তী নিবন্ধজনগণের উৎসাহে টিকার বিরুদ্ধে বিএনপির অপপ্রচারে ভাটা : তথ্যমন্ত্রী