গণতন্ত্রের চূড়ান্ত বিজয় অর্জিত না আসা পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই

আনোয়ারায় যুবদল নেতার স্মরণসভায় বিএনপি নেতৃবৃন্দ

| শুক্রবার , ১৬ আগস্ট, ২০২৪ at ১০:২২ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সম্পাদক মঞ্জুর আলম স্মরণে আনোয়ারা উপজেলার বৈরাগ সিইউ এফএল সড়কে দোয়া মাহফিল ও স্মরণসভা বুধবার আবু বক্করের সভাপতিত্বে ও দক্ষিণ জেলা বি.এন.পি নেতা মাহমুদুর রহমান মান্নার পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য জিয়া উদ্দীন চৌধুরী আশফাক বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ১৮ কোটি দেশ নায়ক মানুষের আশা আকাংখার প্রতীক দেশ নায়ক তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে সমমনা অন্যান্য গণতান্ত্রিক দলের সমন্বয়ে ১৬ বছরের যৌথ আন্দোলন ও সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ বিক্ষোভের মুখে স্বৈরাচার খুনি হাসিনা ক্ষমতা ছেড়ে চোরের মত পালাতে বাধ্য হয়েছে। দেশ সংস্কারের যে কাজ চলমান তা হল বিজয়ের ১ম ধাপ। গ্রহণ যোগ্য ও স্বচ্ছ গণমানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের অনেক ধৈর্য্য বিচক্ষণতার পরিচয় দিয়ে তৃনমূল থেকে সকল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার কোন বিকল্প নাই। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদ উদ্দিন, মামুনুর রশিদ, ফরিদ উদ্দিন খান মিল্টন, মোঃ শাহজান, ইকবাল হায়দার চৌধুরী, মোঃ নাছির উদ্দিন, মোঃ আবু তাহের, দেলোয়ার হোসেন, আব্দুল হক্‌, ওমর ফারুক, জামাল উদ্দিন, আবদুল হামিদ, আবু তৈয়ব, আরিফুল ইসলাম রনি, আব্দুল রহিম, আজম, মোঃ মামুন, মোঃ ফারুক, মোঃ শাহজান, মোঃ সোহেল, মোঃ আমিন, মোঃ জহির উদ্দিন, মোঃ জসিম উদ্দিন, মোঃ হারুন, নুর হোসেন, মোঃ সাহেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসামপ্রদায়িক সমপ্রীতি বিনষ্টকারীদের প্রতিহত করতে হবে
পরবর্তী নিবন্ধসম্প্রীতির বাংলাদেশ গড়াই আমাদের মূল উদ্দেশ্য