সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে গণতন্ত্র মঞ্চ বৃহত্তর চট্টগ্রাম জেলার সমাবেশ ও মিছিল গতকাল নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়। বক্তারা গণতন্ত্র মঞ্চ ঘোষিত ১৪ দফার ভিত্তিতে যুগপৎ আন্দোলন জোরদার করে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবি জানান।
গণতন্ত্র মঞ্চ চট্টগ্রাম জেলার আহ্বায়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির স্থায়ী কমিটির সদস্য ডা. জবিউল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলা সমন্বয়ক হাসান মারুফ রুমী, নাগরিক ঐক্য চট্টগ্রাম জেলা আহ্বায়ক এম এম মুন্না চৌধুরী, রাষ্ট্র সংস্কার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক আবদুল্লাহ মহিউদ্দিন, মহানগর ভাসানী অনুসারী পরিষদের সাধারণ সম্পাদক সেলিম নূর, ছাত্র অধিকার পরিষদ দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক রিদোয়ান সিদ্দিকী, শফিউল আলম খোকন, অধ্যাপক ইসহাক চৌধুরী, এ এস এম গোলাম নিজামি, নাসির জোসি, রফিকুল ইসলাম, এএইচএম শাহীন প্রমূখ। সভা পরিচালনা করেন গণসংহতি আন্দোলন জেলা সদস্য সচিব ফরহাদ জামান জনি। প্রেস বিজ্ঞপ্তি।