চট্টগ্রাম মহানগর যুবদল নেতা আলি আজগর টিটুর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল সুপারিওয়াল পাড়া বায়তুল রহমত জামে মসজিদে অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে আলি আজগর টিটুর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সুপারি ওয়াল পাড়া বায়তুল রহমত জামে মসজিদের খতিব মাওলানা মো. আলী।
এ সময় ডা. শাহাদাত বলেন, মরহুম আলী আজগর টিটু শহীদ জিয়ার আদর্শ ও বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে দলের সাংগঠনিক তৎপরতায় নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, টিটু একজন ত্যাগী ও মেধাবী যুবদলের নেতা ছিল। তার আদর্শ থেকে আমাদের শিক্ষা নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। এতে আরও উপস্থিত ছিলেন এস এম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, নিয়াজ মো. খান, মোহাম্মদ আলি, মোস্তাফিজুর রহমান বুলু, এম এ হাসেম, বাদশা মিয়া, মো. জাহেদ, নূর উদ্দিন সোহেল, এস এম ফরিদুল আলম, মো. মহসিন, জিয়াউর রহমান জিয়া, মজিবুর রহমান জঙ্গল, আলি মুর্তোজা খান, জিয়াউর রহমান জিয়া, আব্বাস, আবু তাহের, আবদুল হালিম, সিরাজুল ইসলাম, রিয়াদ খান, মো. রফিক, আবদুল মান্নান, মো. আলমগীর, সায়েস্তা খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।