গণআকাঙ্ক্ষার বিপরীতে কোনো সিদ্ধান্ত নতুন বাংলাদেশ মেনে নেবে না

মহানগরী জামায়াতের শিক্ষাশিবিরে মুহাম্মদ শাহজাহান

| শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ at ৬:০৪ পূর্বাহ্ণ

জুলাই বিপ্লবের চেতনা আর গণআকাঙ্ক্ষার বিপরীত কোনো সিদ্ধান্ত শান্তি ও গণতন্ত্রকামী নতুন বাংলাদেশ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, আমাদের অবস্থান কোনো প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে নয়। আমরা সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্ব করতে চাই। কিন্তু বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো কিছু মেনে নিয়ে বন্ধুত্ব করবে না জামায়াতে ইসলামী।

গতকাল শুক্রবার নগরীর চকবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগরী আয়োজিত রুকন প্রার্থী ও ছাত্রশিবিরের প্রাক্তন সদস্যদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহছানুল মাহবুব জোবায়ের। আরও বক্তব্য দেন, মহানগরী নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার। মহানগরী নায়েবে আমির ড. আ জ ম ওবায়েদুল্লাহর সভাপতিত্বে ও মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় শিক্ষাশিবিরে আরও উপস্থিত ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ও ডা. এ কে এম ফজলুল হক, ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মমতাজুর রহমান, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, হামেদ হাসান ইলাহী, আমির হোছাইন, ফখরে জাহান সিরাজী সবুজ, অধ্যাপক আলমগীর ভুঁইয়া, মাহমুদুল আলম, ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি, এম এ গফুর, নুরুল আলম, ইঞ্জিনিয়ার রুহুল আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সহসভাপতি মকবুল আহমেদ, সেক্রেটারি আবু তালেব প্রমুখ। বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এহছানুল মাহবুব জোবায়ের বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী হচ্ছে বর্তমান সময়ের সালেহ জামায়াত। এটি শহীদী কাফেলার সংগঠন। একটা জনপদে ইসলামের দ্বীন কায়েমের কাজ করলে ওই এলাকায় খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে সামগ্রিক বিষয়ের উন্নতি হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাবিপ্রবির ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯২ শতাংশ
পরবর্তী নিবন্ধলোকমান খান শেরওয়ানী সাংবাদিকতা পুরস্কারের জন্য প্রতিবেদন আহ্বান