গণঅভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে গণতান্ত্রিক অধিকার আন্দোলনের আত্মপ্রকাশ

২ নভেম্বর আলোচনা সভা

| বৃহস্পতিবার , ৩১ অক্টোবর, ২০২৪ at ৭:৩৬ পূর্বাহ্ণ

গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্রজনতার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যকে সামনে রেখে চট্টগ্রামে অধ্যক্ষ তহুরীন সবুরকে আহ্বায়ক ও সহকারী অধ্যাপক জি এইচ হাবিব, দীপা মজুমদার, চন্দনা রাণী, রিয়াজুল শুভকে যুগ্মআহবায়ক করে গণতান্ত্রিক অধিকার আন্দোলনের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেনপ্রকৌশলী সুভাষ বড়ুয়া, আহমেদ মুনির, নুরুল আরশাদ চৌধুরী, অ্যাডভোকেট হাফিজ আহমেদ, এরশাদ হোসেন, মাসুদ খান মুন্না, শফিকুল ইসলাম, মুনমুন্নেসা চৌধুরী, জিহান করিম, সোহেল চৌধুরী, ওবায়দুল হোসাইন, নাসির হোসেন, জ্যোতির্ময় বড়ুয়া, সানজিদা আহমেদ, চৌধুরী সিয়াম এলাহী, মোহাম্মদ মাহাতাব চৌধুরী, মো. জিসান, আব্দুর রহমান রাতিম, আব্দুল আল জাওয়াদ, লাবণী আক্তার, পুষ্পিতা নাথ, শ্রীকান্ত বিশ্বাস।

জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্রীয় উদ্যোগে নিহতদের পরিবার ও আহতদের আর্থিক সহযোগিতা ও পুনর্বাসন, চট্টগ্রামে শহীদদের স্মৃতিস্তম্ভ নির্মাণ, সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আগামী ২ নভেম্বর বিকাল ৪ টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউটের গ্যালারিতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় আলোচক থাকবেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ। সভাপতিত্ব করবেন অধ্যক্ষ তহুরীন সবুর। সভায় গণতন্ত্রমনাদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএমদাদ আলী প্রাথমিক বিদ্যালয়ে গল্প আহরণ প্রতিযোগিতার দ্বিতীয় অধিবেশন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে জাতীয়তাবাদী তরুণ দলের মানববন্ধন আজ