চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা বৈষম্য ও ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি। গণঅভ্যুত্থান একটি গণআন্দোলনই নয়, এটি একটি পূনর্জাগরণ। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এ অর্জন ধরে রাখতে হবে। বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র– শ্রমিক–জনতা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে আজকের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে। সুখী–সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে।
তিনি গত ৫ আগস্ট ঐতিহাসিক ৩৬ জুলাই– ছাত্রজনতার গণঅভ্যুত্থান স্মরণে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনী ডক্টরস এসোসিয়েশন চমেক হাসপাতাল কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব উদযাপন’ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান ‘স্মৃতিতে জুলাই’ সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডা. তানভীর হাবিব তানহার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ডা. আসহাব মেহরাজ আসিফ, ডা. মো. জসিম উদ্দিন, ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, ডা. আব্বাস উদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, ডা. এ কে এম ফজলুল হক, ডা. বেলায়েত হোসেন ঢালি, ডা. ঈসা চৌধুরি, ডা. সারোয়ার আলম। বক্তব্য রাখেন ডা. সাইফুদ্দিন সোহাগ, ডা. মোনাইম ফরহাদ, ডা. নুরুল ইসলাম, ডা. মাহমুদুল হাসান, ডা. তাশদীদ আনান, ডা. জুয়েল, ডা. রাকেশ, ডা. রাকিব, ডা. শ্রীপূর্ণা, ডা. মিজান, ডা. তারেক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।