গণ-অভ্যুত্থান ছাত্র-জনতা সবাইকে নতুন করে বাঁচতে শিখিয়েছে

পুরস্কার বিতরণে মোশাররফ হোসেন দীপ্তি

| শুক্রবার , ২৯ আগস্ট, ২০২৫ at ৫:২৯ পূর্বাহ্ণ

মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, ছাত্রজনতা আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে। এই গণঅভ্যুত্থান ছাত্রজনতা সবাইকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। আমরা চাই একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে, যেখানে থাকবে না কোন ভেদাভেদ। সবাই সমান অধিকার ভোগ করবে এবং একে অপরের সাথে সম্পর্ক ভালো রাখবে। তাহলেই আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পাবো। তিনি গতকাল বৃহস্পতিবার শহীদ আবু সাঈদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দেশরক্ষা তারেক মঞ্চের সার্বিক ব্যবস্থাপনায় জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রধান বক্তা ছিলেন সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার সেলিম।

প্রধান শিক্ষক মো. ওমর ফারুকের সভাপতিত্বে ও শিক্ষিকা শ্রাবন্তী চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মীর মো. জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন জামাল উদ্দিন, খালেদ সাইফুল্লাহ, মোঃ ইউনুস,মুনসুর আহমেদ মোহন, আব্দুল করিম শাহিন, শাহাদাত হোসেন, ঈমাম উদ্দিন তারেক, শামীম আহমেদ, মিজানুর রহমান রাজু,মহিন, মো. জাকির, সিরাজুল ইসলাম বাপ্পি, জহিরুল ইসলাম লিটন, মো. সোহেল, ইমতিয়াজ ইসলাম জেসিন, নুর উদ্দিন নাইম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটি ও আইএলওর ৩ দিনব্যাপী প্রশিক্ষণ প্রোগ্রাম শুরু