খাগড়াছড়ির অগভীর বনে দেখা মিলেছে খয়েরি ডানার পাপিয়ার। পাপিয়ার মুগ্ধ করা সুর যেন বনের নীরবতা ভাঙে। খয়েরি–ডানা পাপিয়া বা খয়রাপাখ পাপিয়া পরিযায়ী পাখি। ইংরেজি নাম চেস্টনাট–উইংগড কাক্কু। বাংলাদেশে ১২ জাতের পাপিয়ার মধ্যে এরা সবচেয়ে বড়। আকারে এরা কাকের চেয়ে বড়, ৪৭ সেন্টিমিটার। খুব দ্রুত গাছ থেকে গাছে উড়ে বেড়ায়। দেখতে বেশ সুদর্শন। ডানা তামাটে। কালো মাথায় লম্বা ঝুঁটি। ঘাড়ে সাদা বেল্ট। চকচকে কালো পিঠ। গলা ও বুক হলদে। পেট সাদা, চঞ্চু কালো। লম্বা কালো লেজের পালকের প্রান্ত সাদা।
বর্ষাকাল পাপিয়ার প্রজননের সময়। এরা নিজেরা বাসা বাঁধে না। গোপনে অন্য পাখির বাসায় ডিম পাড়ে। মে–আগস্ট মাসে বাংলাদেশে তাদের দেখা মেলে।
খয়েরি–ডানা পাপিয়া দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব এশিয়াতেই বাস করে। বাংলাদেশ ছাড়া মাত্র নয়টি দেশে এর দেখা মেলে। এদের আয়ুষ্কাল চার বছরের বেশি।