খোলাবাজারে ডলারের দর বেড়ে ১২৪ টাকা

| বুধবার , ৩১ জুলাই, ২০২৪ at ১১:১৮ পূর্বাহ্ণ

বৈদেশিক মুদ্রা মার্কিন ডলারের অন্যতম প্রধান জোগান দেয় প্রবাসী আয়। সেই আয় সর্বশেষ ১৫ দিনের তুলনায় অর্ধেকে নেমেছে। আর এই খবরে খোলাবাজারেও ডলারে প্রায় পাঁচ টাকা বেড়ে ১২৪ টাকায় পৌঁছেছে। গতকাল মঙ্গলবার রাজধানীর মতিঝিল দিলকুশা ও পুরানা পল্টনের বিভিন্ন মানিচেঞ্জার হাউজে খোঁজ নিয়ে এমন তথ্য জানা গেছে। খবর বাংলানিউজের।

একাধিক মানিচেঞ্জ হাউজে খোঁজ নিলে জানায়, এখন গ্রাহকের সংখ্যা বেড়ে গেছে। কিন্তু ডলারের জোগান নেই। আর সেই কারণে ডলারের দাম বেড়েছে। প্রবাসী আয় না আসার কারণে এমনটা হচ্ছে সবাই বলছে। প্রবাসীয় আয় সংগ্রহকারী একাধিক ব্যাংকের সূত্রগুলো বলছে, কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে দেশজুড়ে সংঘাতসংঘর্ষ, কারফিউ ও ইন্টারনেট বন্ধের কারণে চলতি মাসের জুলাইয়ে রেমিট্যান্স কমে যায়।

পূর্ববর্তী নিবন্ধহাই কোর্টের ৯ বিচারপতির শপথগ্রহণ
পরবর্তী নিবন্ধশ্রাবণের মেঘ