খোলাবাজারে ডলার ১০৪ টাকা

| সোমবার , ২৫ জুলাই, ২০২২ at ৪:১৮ পূর্বাহ্ণ

খোলাবাজারে ডলারের বিপরীতে টাকার মান আরও কমেছে। খোলাবাজারে এখন প্রতি ডলার ১০৪ টাকার দরে বিক্রি হচ্ছে। গতকাল রোববার ঢাকার মানি চেঞ্জার ও খোলাবাজারে মার্কিন ডলার ১০৩ টাকা ৫০ পয়সা থেকে ১০৪ টাকার মধ্যে কেনাবেচা হয়েছে। খবর বাংলানিউজের।
মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের আগে ও পরে ১০০ থেকে ১০২ টাকার মধ্যে ডলার কেনাবেচা হলেও আজ ১০৩ টাকা ৫০ পয়সা ছাড়িয়েছে।
এ ব্যাপারে জামান মানি এঙচেঞ্জের কর্মকর্তা মো. রাসেল বলেন, আজ আমরা ডলার ১০৩ টাকা দরে কিনেছি এবং ১০৩ টাকা ৫০ পয়সা এবং ১০৪ টাকা দরে বিক্রি করেছে। তবে সারা দিন ২০ থেকে ৫০ পয়সা ব্যবধানে কেনাবেচা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে আমদানি পণ্যের দাম বেড়ে যাওয়ায় ব্যাংকিং চ্যানেলেও ডলারের দাম বেড়ে গেছে। কারণ, রপ্তানি বাড়লেও প্রবাসী আয় কমেছে। আন্তঃব্যাংক মুদ্রাবাজারে গত বৃহস্পতিবার থেকে অবশ্য প্রতি ডলারের জন্য খরচ করতে হচ্ছে ৯৪ টাকা ৪৫ পয়সা।

পূর্ববর্তী নিবন্ধএবার দিল্লিতে মাঙ্কিপক্স আক্রান্তের সন্ধান
পরবর্তী নিবন্ধইরানের ২ বছর পর জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর