খেতের ফসল খায়না তো কাক
নাম কেন তার কাকতাড়ুয়া
খায় তো ফসল পাখ–পাখালি
হয়নি কেন ‘পাখ্ –তাড়ুয়া’ ?
‘হাতিরঝিলে’ নেই তো হাতি
নাম কেন তার ‘হাতিরঝিল’
বিল কি আর চলতে পারে ?
তবু কেন ‘চলনবিল’ ?
খোকার প্রশ্নে মা তো অবাক
ধমকে বলেন :-
‘থাক বাবা থাক
ওসবে আর গলাস্ নে নাক’
মা–ও ভেবে পায়না তো কূল
কোত্থেকে এলো এসব ডাক ?











