খোকার প্রশ্ন

আহসানুল হক | বুধবার , ৫ নভেম্বর, ২০২৫ at ১১:২৮ পূর্বাহ্ণ

খেতের ফসল খায়না তো কাক

নাম কেন তার কাকতাড়ুয়া

খায় তো ফসল পাখপাখালি

হয়নি কেন ‘পাখ্‌ তাড়ুয়া’ ?

হাতিরঝিলে’ নেই তো হাতি

নাম কেন তার ‘হাতিরঝিল’

বিল কি আর চলতে পারে ?

তবু কেন ‘চলনবিল’ ?

খোকার প্রশ্নে মা তো অবাক

ধমকে বলেন :-

থাক বাবা থাক

ওসবে আর গলাস্‌ নে নাক’

মাও ভেবে পায়না তো কূল

কোত্থেকে এলো এসব ডাক ?

পূর্ববর্তী নিবন্ধঘুম ভাঙানোর গপ্পো
পরবর্তী নিবন্ধআইনস্টাইনের জীবনের মজার ঘটনা