খেলোয়াড়দের ভালো অবস্থানে নেওয়ার কথা বলে ধর্ষণ

জুজুৎসুর নিউটনসহ গ্রেপ্তার ২

| রবিবার , ১৯ মে, ২০২৪ at ১০:১০ পূর্বাহ্ণ

ভালো অবস্থানে নিয়ে যাওয়া এবং বিদেশ ভ্রমণের প্রলোভন দেখিয়ে জাপানি মার্শাল আর্ট শেখানোর সংগঠন জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটন নারী খেলোয়াড়দের ধর্ষণ করে আসছিল বলে র‌্যাব জানতে পেরেছে। গতকাল শনিবার সন্ধ্যায় কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থার আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। খবর বিডিনিউজের।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে কমান্ডার আরাফাত বলেন, জুজুৎসু খেলার প্রশিক্ষক নিউটন রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলিয়ে আসছিলেন। সংগঠনটিতে যারা প্রশিক্ষণ নিয়ে থাকেন, তাদের বেশির ভাগই নারী। নিউটন প্রশিক্ষণার্থীদের ভালো অবস্থানে নিয়ে যাওয়া এবং বিদেশ ভ্রমণের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের মতো অপকর্ম করতো বলে জানা যায়। এছাড়াও সে অ্যাসোসিয়েশনের অপ্রাপ্তবয়স্ক মেয়ে খেলোয়াড়দের সাথে অনৈতিক কার্যকলাপের কারণে গর্ভবতী হলে তাদের গর্ভপাত করানোর মতো ভয়ংকর কাজও করেছে বলে জানা যায়।

নিউটনের অপকর্ম তুলে ধরতে গিয়ে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক বলেন, সে অনুশীলনের আগে মেয়েদের পোশাক পরিবর্তনের কক্ষে প্রবেশ করে তাদের জোরপূর্বক ধর্ষণ করে ভিডিও ধারণ ও নগ্ন ছবি তুলে রাখতো। পরবর্তীতে ধারণকৃত নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় ভীতি দেখিয়ে ব্ল্যাকমেইল করে বারংবার ধর্ষণ করতো বলে জানা যায়।

এক নারী ক্রীড়াবিদকে ধর্ষণের অভিযোগে গত শুক্রবার সন্ধ্যায় ঢাকার মিরপুর ও শাহআলী থানা এলাকায় অভিযান চালিয়ে নিউটন (৬৫) ও তার সহযোগী এক নারীকে গ্রেপ্তার করে র‌্যাব।

শেরেবাংলা নগর থানার মামলার বরাতে র‌্যাব কর্মকর্তা আরাফাত বলেন, ধর্ষনের শিকার ওই নারী অভিযোগ করেছেন, খেলার প্রশিক্ষণকালীন নিউটন বিভিন্ন অজুহাতে তাকে শারীরিকভাবে হেনস্তা করতো। প্রশিক্ষণ শেষে পোশাক পরিবর্তন কক্ষে গেলে সেখানে নিউটনের সহযোগী ওই নারী খেলোয়াড় তাকে আটকে রেখে নিউটনকে ওই কক্ষে ঢুকিয়ে দিয়ে সে চলে যেতো। পরে নিউটন তাকে জোর করে ধর্ষণ করতো। নিউটন চলে যাওয়ার পর ওই সহযোগী কক্ষে ঢুকে তার নগ্ন ছবি তুলে রাখতো এবং কাউকে জানালে নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতো। ওই ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বাদীকে রাজধানীর একটি ফ্ল্যাটে নিয়ে নিউটক একাধিকবার ধর্ষণ করেছেন বলে মামলার এজাহারে বলা হয়েছে।

এর আগে নিউটনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছিলেন দুই নারী খেলোয়াড়। সেই অভিযোগ আমলে নিয়ে গত ১৩ মে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ।

পূর্ববর্তী নিবন্ধনিউ ইয়র্কে প্রভাবশালী ১০০ এশিয়ানের মধ্যে ৩ বাংলাদেশি
পরবর্তী নিবন্ধপাহাড়ে ৬ মাসে ১১ খুন