খেলার পর্যাপ্ত মাঠ চাই

| রবিবার , ১৪ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫৮ পূর্বাহ্ণ

বর্তমান বাংলাদেশে খেলার মাঠের চরম সংকট, শিশুকিশোর ধীরে ধীরে মোবাইল ফোনের নেশার দিকে চলে যাচ্ছে, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য গভীর আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। একসময় পাড়ামহল্লার মাঠে মাঠে দেখা যেত ফুটবল, ক্রিকেট, আরো নানান ধরনের খেলা। আজ সেই মাঠগুলো দখল হয়ে গেছে বিশাল ভবন, মার্কেট ও জঙ্গলে। খেলার মতো জায়গা না থাকায় শিশুরা বাইরে খেলতে যেতে পারছে না। ফলস্বরূপ তারা ঘরের কোণে বসে মোবাইল স্ক্রিনেই আনন্দ খুঁজে নিচ্ছে। এই মোবাইল আসক্তির কারণে শিশুরা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছে, চোখের সমস্যা বাড়ছে, মানসিক অস্থিরতা তৈরি হচ্ছে এবং সামাজিক মেলামেশা কমে যাচ্ছে। খেলার মাঠ শুধু বিনোদনের জায়গা নয় এটি শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম প্রধান ভিত্তি। অথচ আজ সেই মৌলিক অধিকার থেকেই আমাদের শিশুদের বঞ্চিত করা হচ্ছে যা একেবারেই কাম্য নয়। মনে রাখতে হবে, খেলার মাঠ হলো একটি খোলা ও পরিবেশগত গুরুত্বপূর্ণ স্থান, তাই এটি দখল করা সংবিধানবিরোধী। পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

শাদমান সাকিব আলিফ

শিক্ষার্থী, বিজ্ঞান বিভাগ (দ্বাদশ)

ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধমুনীর চৌধুরী : সৃষ্টির প্রাণপুরুষ
পরবর্তী নিবন্ধজগতে তব কী মহোৎসব