ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা। যা মোট ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ। এ সময়ে মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৩ হাজার ৮৪০ কোটি টাকা। এ হিসাব চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের। গতকাল বুধবার এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। খবর বাংলানিউজের।
২০২৫ সালের ৩০ মার্চে ব্যাংকিং খাতের খেলাপি ঋণের পরিমাণ ছিল ২৪ দশমিক ১৪ শতাংশ। সে সময় মোট মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ৪ লাখ ২০ হাজার ৩৩৪ কোটি ৯৪ লাখ টাকা।
গত জুন প্রান্তিকে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যায়। আগের সরকারের সময়ে ব্যাংকগুলোর খেলাপি ঋণ ঢেকে রাখা থেকে বর্তমান সরকারের সময়ে খুলে প্রকাশ্যে আনে; ২০২৪ সালের জুন–জুলাই আন্দোলনের কারণে শিল্প–কারখানার উৎপাদন ব্যাহত হওয়ায় ও সময় মতো রপ্তানি করতে না পারা এবং ঋণ ব্যবস্থাপনায় তিন মাস কিস্তি না দিলে খেলাপি হয়ে যাওয়ার বিধানকে আন্তর্জাতিক মানে উন্নীত করে ছয় মাস হওয়ার কারণে এক বছরের খেলাপি ঋণ বেড়েছে।
চলতি বছরের মার্চের ছয় মাস পর একসঙ্গে দুই প্রান্তিক জুন ও সেপ্টেম্বরের খেলাপি ঋণের তথ্য প্রকাশ করলো বাংলাদেশ ব্যাংক। সে অনুযায়ী চলতি বছরের ৩০ জুন থেকে ৩০ সেপ্টেম্বর তিন মাসে ১ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে। ৩০ জুন খেলাপি ঋণের হার ছিল ৩৪ দশমিক ৪০ শতাংশ। আর সেপ্টেম্বর বেড়ে হয়েছে ৩৫ দশমিক ৭৫ শতাংশ।












