স্ট্যান্ডার্ড ব্যাংক জুবিলী রোড শাখার ৪০ কোটি ৪২ লাখ ৭৫ হাজার ৮৬৫ টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় চট্টগ্রামের এক ব্যবসায়ী দম্পতিকে ৫ মাসের সাজা দিয়েছেন আদালত। তারা হলেন, নগরীর সদরঘাটের উমা ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স লিমিটেডের এমডি মো. দিদারুল ইসলাম এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জেবুন্নেছা। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে ব্যাংকের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি আবেদন করা হয়। আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম আজাদীকে এ তথ্য নিশ্চিত বলেন, ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে আদালত ব্যবসায়ী দম্পতিকে
এ সাজা দিয়েছেন। আদালত সূত্র জানায়, খেলাপি ঋণ আদায়ের লক্ষে উমা ম্যানুফ্যাকচারার্স এন্ড এঙপোর্টার্স লিমিটেড, প্রতিষ্ঠানটির এমডি ও চেয়ারম্যানের বিরুদ্ধে ২০১৭ সালে অর্থঋণ মামলা দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ। এ মামলায় তখন ঋণ পরিশোধ করতে ডিক্রিও জারি হয়। কিন্তু ঋণ পরিশোধ করছিলেন না আসামিরা। একপর্যায়ে ২০১৯ সালে ঋণ আদায়ের লক্ষে অর্থ জারি মামলা দায়ের করা হয়।